Kurigram govt . high school
Kurigram, Bangladesh
Kurigram Sadar Upazila,Kurigram ,Rangpur,Bangladesh
Location Details of Kurigram govt . high school
Place Type: Secondary School
Latitute: 25.810347
Longitute: 89.648697
Institute Level:Secondary
Institute EIIN Number: 122246
লালমনিরহাটে এক মাদক ব্যবসায়ী আটক
ReplyDeleteলালমনিরহাটে তিন কেজি গাঁজাসহ ইউসুফ আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতুর তিস্তা টোল প্লাজা থেকে তাকে আটক করা হয়।
আটক ইউসুফ আলী কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার শিংঝার এলাকার বাসিন্দা।
লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান জানান, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের লকারে থাকা একটি গ্যাস সিলিন্ডারের নিচের অংশে কাটা দেখা যায়। পরে গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ব্যতিক্রমভাবে গাঁজা পাচার দেখে হতবাক হয়ে পড়ে পুলিশ। পরে ইউসুফকে আটক করা হয়।
সদর থানার ওসি মাহফুজ আলম জানান, আটক ইউসুফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।